এমপি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 September 2019

এমপি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে জীবননাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধনে শত শত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, জেলা ডেপুটি কমান্ডার গোলাম রইচ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, শৈলকুপা আসন থেকে বার বার নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জনপ্রিয়তা অনেকের কাছে হিংসার কারন। নেপথ্যে থেকে যারা এই নেতাকে হত্যার পরিকল্পনা করেছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তির দাবী জানান। 
উল্লেখ্য, এমপি আব্দুল হাইকে হত্যার পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages