একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৭ অক্টোবর (সোমবার) থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে আগামী ১০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
তিনি জানান, পূজায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ৭ অক্টোবর (সোমবার) থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তাছাড়া ১১ ও ১২ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে আগামি ১৩ অক্টোবর (রোববার) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তাছাড়া ১১ ও ১২ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে আগামি ১৩ অক্টোবর থেকে প্রশাসনিক কার্যক্রম চলবে।
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, পূজার ছুটিতে হল খোলা থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment