ভালো থাকতে হয়: রিনা রহমান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 13 September 2019

ভালো থাকতে হয়: রিনা রহমান





একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>

লেখক-রিনা রহমান:
ভুলে গেছো আমারে,
চলে গেছো তুমি অনেক দূরে
নেই তুমি স্মৃতির পাতায়
নিঝুম রাতের নিরবতায় থাকি
আমি একা অঝর অশ্রুধারা হয়
মোর সাথী স্মৃতির পাহাড় বেয়ে
অঝর ধারায় নামে আজ অতল,
সীমাহীন অশ্রু সাগর৷
রাতের নিরব আঁধারে
আমি একা কেনো কাঁদি!
ভালোবাসা অপরাধ হলে
তুমিও তো ছিলে অপরাধী৷!
আমার এ চোখের জলের মূল্য
নেই তোমার কাছে ছিলও না
কোনো দিন,
তবুও দু'চোখ যেন পরিণত হয় অশ্রু সাগরে
কষ্টের পাহাড় বুকের ভিতরে জমাট
বাসা বেঁধে আছে ভালো তবু
থাকতে যে হয়সমাজের কাছে৷
লেথক: রিনা রহমান-১২/০৯/১৯বৃহস্পতিবার
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages