মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে রাজিব(২৩), সাহাদাৎ (২৪) ও সজল (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। উপজেলার চরজয়পাড়া এলাকায় থেকে মাদকসহ তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে হোরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাহাদাৎ ঐ এলাকার মাঈনুদ্দিন ও রাজিব একই এলাকার মোঃ আসিশের ছেলে। ও সজল নবাবগঞ্জ উপজেলার বন্ধনপাড়া এলাকার মোঃ খোরশেদের ছেলে।
পুলিশ
জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার কর্মকর্তা ওসি
সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলার চরজয়পাড়া এলাকার ফোরকানিয়া মাদ্রাসার
সামনে থেকে রাজিব, শাহাদ ও সজল কে আটক করে । এ সময় রাজিবের সাথে থাকা ২৭৫
পুরিয়া হোরোইন , শাহাদের সাথে থাকা ৮ পিছ ইয়াবা ও সজলের কাছ থেকে ৭ পিছ
ইয়ারা উদ্ধার করে।
এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আটক ৩ জনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। রাজিবের মা ছেলের
বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করেছেন । দোহার থানায় মাদক আইনে মামলা
প্রক্রিয়াধীন আছে।
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment