জাহিরুল
মিলন, যশোর:>>>
"ভোরের পাখি" সংগঠনের বিভিন্ন সামাজিক
কর্মকান্ডের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা সদরে ডেঙ্গু জ্বর থেকে এলাকার
মানুষকে সুরক্ষিত রাখতে স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।
শনিবার
(১৪ সেপ্টেম্বর) সকালে ৮৫ যশোর ১ শার্শা আসনের বারবার নির্বাচিত মাননীয়
জাতীয় সংসদ সদস্য ও ভোরের পাখি সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা শেখ আফিল
উদ্দিন এমপির নির্দেশে শার্শা সদর ওয়ার্ডে ভোরের পাখির সকল সদস্য উপস্থিত
থেকে ভোরের পাখির সভাপতির নেতৃত্বে ডেঙ্গু মশা নিধন অভিযান কর্মসূচি পালিত
হয়।
একই সাথে এলাকার সকল স্কুল, মসজিদ, মাদ্রাসা,
ডোবা, পুকুর, জলাশয়, ঝোপঝাড় ও পানি নিষ্কাশনের ড্রেনসহ মশার বংশ
বিস্তারের সম্ভাব্য প্রায় সকল স্থানে ওষুধ ছিটানো হয়েছে।
ভোরের
পাখি সংগঠনের শ্রদ্ধেয় সভাপতি জনাব মেহেদী হাসান বলেন, সমাজের সকলকে
সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মুল। আসুন সকলে মিলে কাজ
করি, নিরাপদ সমাজ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি।
উক্ত
ডেঙ্গু মশা নিধন অভিযানে ভোরের পাখির সদস্যের সাথে এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ যোগ দেন এবং মশক নিধনে ভোরের পাখির
ভূমিকায় প্রসংশা জ্ঞাপন করেন।
gcjscM dmdeWf/gcmgcngc
No comments:
Post a Comment