মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলা জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জেলা বিএনপি কার্যালয়
চত্বরে সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। জেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক এনামুল হক এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা
বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ
ট্রুম্যান প্রমুখ।
এসময় বক্তারা
বলেন, কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার অন্যায়ভাবে তিন
বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে
রেখেছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ উন্নত চিকিৎসার তাগিদ দিলেও সরকার দায়সারা
চিকিৎসার নামে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সুযোগ্য সহধর্মিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। একজন মুক্তিযোদ্ধা
কমান্ডারের স্ত্রী, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্রমুলক একটি
মামলার ফরমায়েশী রায়ে দীর্ঘদিন থেকে কারাগারে আটকে রাখা হয়েছে।
বক্তারা
আরও বলেন, দেশে অনেক বড় বড় দাগি সন্ত্রাসী এমনকি ফাঁসির দন্ডপ্রাপ্ত
আসামিরা জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যাচ্ছে।কিন্তু দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার জামিন ও মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে।স্বৈরাচারী শাসক ও
রাজনৈতিক প্রতিহিংসার বিচারের পরিনতি ভালো হয় না।সরকারকে এজন্য চরম মূল্য
দিতে হবে। সরকারের মধ্যে ন্যূনতম মানবতাবোধ থাকলে অবিলম্বে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এসময় মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment