জাহিরুল
মিলন, যশোর:>>>
বেনাপোল থেকে ইউএস ডলারসহ কবির মাতব্বর (৪০)
নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের আইসিপি
ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।
এই
বিষয়ে জানতে চাইলে বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল
ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী বিপুল পরিমান ইউএস
ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
এমন
সংবাদে আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম, ল্যান্স
নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও মহিলা সৈনিক জেসমিন সেখানে
অভিযান চালিয়ে ১০ হাজার ইউএস ডলার সহ কবির মাতব্বরকে হাতেনাতে আটক করা হয়।
যশোর
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা আটকের সত্যতা
নিশ্চিত করে জানান ১০ হাজার ইউএস ডলার সহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট
থানায় সোপর্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment