![]() |
মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
নারী
ও শিশু অধিকার ফোরামের মনপুরা প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাড়ি
সফর করে। ভোলা জেলার নারী ও শিশু ফোরামের আহ্ববায়ক (আসিফ আলতাফ) এবং মনপুরা
চরফ্যাশনের সাবেক এম পি জনাব নাজিম উদ্দিন আলম ক্ষতিগ্রস্তকে আর্থিক
সহায়তা প্রদান করে।
ভোলা সদর থেকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্ববায়ক ৩
জন আইনজীবীকে আইনি সহযোগিতা প্রদানের জন্য নিয়োগ করে।
ইতিমধ্যে একটি মামলা
বহাল থাকায় ঐ মামলা নিয়েই আইনজীবীগন কাজ করছেন, নতুন মামলার প্রয়োজন
হচ্ছেনা।
ক্ষতিগ্রস্তের পরিবারকে অত্যন্ত সহমর্মিতার সঙ্গে জানানো হয়,
আমাদের গনমানুষের নেতা, তারেক রহমানের আদেশে আমরা আপনাদের (ক্ষতিগ্রস্ত
পরিবারকে) সার্বিক সহায়তা প্রদানে সদা প্রস্তুত।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment