মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে শামিম হোসেন (১৩) নামে এক
কিশোর আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া যায়। উপজেলার মধুর খোলা এলাকায় এ
ঘটনা ঘটে।
শামিম উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মধুরখোলা এলাকার মোঃ
শফিকুল ইসলামের ছেলে।
জানাযায়, শনিবার সকালে শামিম স্কুলে না গিয়ে কবুতরের
খাবার নিয়ে ব্যাস্ত হলে পিতা শফিকুল তাকে স্কুলে যাওয়ার জন্য তাগিদ দেয় এবং
কবুতর পালন বন্ধ করে দেওয়ার কথা বলে চলে যায়।
শামিম তার পিতার সাথে অভিমান
করে দুতলায় উঠে সেলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে
স্বজনরা শাশিমকে উদ্ধার করে ফুলতলা আঃ রাজ্জার ও উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
No comments:
Post a Comment