আল আমিন মুন্সী:>>>
বদরুল আনাম সৌদের 'গহীন বালুচর' ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয় নতুন নায়িকা জান্নাতুল নূর মুন।=
অন্যদিকে একক বছরে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি 'কালের পুতুল'।প্রথম চলচ্চিত্র হিসেবে কাজ করে ছিলেন 'কালের পুতুল' কিন্তু প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছিলো 'গহীন বালুচর'।=
সেসময় পরপর দু'টি ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়ে ছিলেন মুন।সেসব তো পুরোনো খবর-নতুন খবর হচ্ছে বর্তমান সময়ের অন্যতম এ অভিনেত্রী আরোও একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি।নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’-এ ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মুন।=
এতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ‘গহীন বালুচর’-খ্যাত এ নায়িকা। তিনি আরো বলেন, ‘পড়াশোনার পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার টার্গেট চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা। সবার সহযোগিতা নিয়ে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।=
নোয়াখালীর মেয়ে জান্নাতুন নূর মুন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ-এর ছাত্রী। পড়ালেখার পাশাপাশি অভিনয় নিয়েও ভীষণ ব্যস্ত থাকতে চান। ২০১৫ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় তার পথচলা শুরু।=
প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। এর পর ইমপ্রেস টেলিফিল্মের ‘অগোচরে ভালো’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে যাচ্ছেন।জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবির কাজ ২৬ আগস্ট থেকে মধুমতি মডেল টাউনে শুরু হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটি চলবে।=
একুশে মিডিয়া/এমএ=
No comments:
Post a Comment