এবিএস
রনি, যশোর প্রতিনিধি:
যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোলে রঘুনাথপুর সীমান্ত
থেকে ১টি পিস্তল,১ রাউন গুলি, ১৫ পিছ ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ৭টার সময় সীমান্ত হতে উদ্ধার করা হয়।
যশোর
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, রঘুনাথপুর
ক্যাম্পের নায়েব সুবেদার আঃ মালেক এর টহলদল চারাবটতলা হতে ১টি পিস্তল,
এক রাউন গুলি, ১৫ পিছ ইয়াবা, এক পুরিয়া গাজা মালিক বিহীন উদ্ধার করা
হয়েছে। তিনি আরও বলেন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এ জন্য কাউকে আটক করা সম্ভাব হয় নি।
No comments:
Post a Comment