একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক-ঢাকা:>>>
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) ভবনের হলরুমে গ্রীন ফ্যামিলি লিমিটেড'র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রীন ফ্যামিলি লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মু. নাজিম উদ্দিন জুয়েল'র সভাপতিত্বে গ্রীণ ফ্যামিলি লিঃ এর শুভ উদ্বোধন করেন অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক।
দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে কাজল কুমার শাহ্ ও সুমন চন্দ্র শীল'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটুকে এসোসিয়েটস লিঃ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. মুহাম্মদ সামিউল হক ভূঁইয়া (এমপি), কর্পোরেট সংবাদ'র সম্পাদক মিজানুর রহমান এফসিএস, সত্যের সৈনিক'র সম্পাদক মোশারফ হোসেন, ওমেন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড'র চেয়ারম্যান ওয়াসিম আকরাম, দেশী হার্বাল ন্যাচারাল ফুডস লিঃ'র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জুনায়েদ ইসলাম, হক এন্টারপ্রাইজ'র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মুহাম্মদ এহসানুল গণি পল্লপ, প্রতিক ফুডস এন্ড এলায়েড লিঃ'র জিএম মু. নাজমুল হাসান, বসুমতি গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক মু. আগাশাহী খান, ফিউচার মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ'র ডিএমডি মাসুদ পারভেজ, সামিউল ওয়েল মিল'র প্রোপাইটর মু. মনসুর রহমান।
স্পেশাল ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন গ্রীন ফ্যামিলি লিমিটেড'র ম্যানেজিং ডিরেক্টর মোঃ শরিফুল ইসলাম গাজী।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রীন ফ্যামিলি লিঃ'র ভাইস-চেয়ারম্যান মু. রাজীব হোসেন, হাফেজ মু. সাখাওয়াত হোসেন মামুন, নাঈম হোসেন সহ গ্রীণ ফ্যামিলি লিমিটেড'র কর্তাব্যক্তিরা।
উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ বীর প্রতীক।
তিনি উক্ত প্রোগ্রামে ১৬ জনকে বেস্ট লিডার অ্যাওয়ার্ড প্রদান করেন।
ক্যাপশনঃ প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীর প্রতীক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন গ্রীন ফ্যামিলি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শরিফুল ইসলাম গাজী।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment