একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-নাজনীন চৌধুরী:
বরাবরই আমার প্রেমিক পুরুষের
অভিযোগ আমি নাকি প্রেম বুঝিনা
কথায় কথায় মিষ্টি হেঁসে
নাকের ডগা টিপে দিয়ে বলে
কিচ্ছু বুঝেনা,
আলতো ছোঁয়ায় জাগিয়ে তুলে
কিশোরীর ঘোর লাগা আবেশ
মিষ্টি করে দুষ্টুমির ছল করে বলে
বড় হবে কবে??
প্রেমের বয়স বাড়ে?
সৃষ্টির স্রোতধারা নিরন্তর করছে
খেলা লয়ে প্রেম ভাঙা গড়ায়
নেই অভিযোগ মন পোড়ে
অন্তর জানে দগ্ধ নালায়
বয়ে যায় ক্ষতের নহর,
যত্নে রুপ বাড়ে প্রেম
ঐশ্বরিক হয় প্রেম সফেদ
সাদা স্বর্গসুধা যদি না হয়।
প্রতারিত, ২৩/০৮/২০১৯/ধানমন্ডি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment