একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
পলাশবাড়ীতে আজ ২৭সেপ্টম্বর শুক্রবার বিকেলে স্বাধীন পলাশ নাট্য সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাদের সৌজন্যে সাক্ষাৎ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
স্বাধীন
পলাশ নাট্য সংস্থার সভাপতি লেবু প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
স্বাধিন পলাশ নাট্য সংস্থার উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগ সহ- সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, স্বাধিন পলাশ
নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুর রহমান,
সাংবাদিক রবিউল হোসেন পাতা, মোয়াজ্জেম হোসেন প্রধান(সুজা)।
এসময়
আরো বক্তব্য রাখেন, স্বাধীন পলাশ নাট্য সংস্থার উপদেষ্টা শহিদুল ইসলাম
বাদশা, এনামুল হক মকবুল, মাছুদ করিম প্রধান, গোলাম সরোয়ার
প্রধান(বিপ্লব)প্রমুখ।
অনুষ্ঠানে স্বাধীন পলাশ নাট্য সংস্থার কায্যনির্বাহী কমিটি এবং কায্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন নাট্য কর্মি বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সঞ্চালন করেন স্বাধীন পলাশ নাট্য সংস্থার কায্যকরি সদস্য সাংবাদিক হামিদুল হক মন্ডল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment