আল আমিন মুন্সী:>>>
ময়মনসিংহের
কৃতিসন্তান জনপ্রিয় কন্ঠ শিল্পী আজমা সুরাইয়া ইতিমধ্যে তার কন্ঠে গান
গেয়ে বেশ সারা পেয়েছেন, কন্ঠ শিল্পী আজমা সুরাইয়ার গাওয়া গান শুধু দেশে নয়
বিদেশেও সবার মুখে মুখে, মিডিয়া জগতে আজমা সুরাইয়ার গান বেশ হৈ চৈ
পড়েছে তিনি দেখতে যেমন মিষ্টি তেমন তার গান গাওয়া গলাটাও মিষ্টি,
বাংলাদেশের বিভিন্ন যায়গায় অনুষ্ঠানের মাধ্যমে তার মধুর কন্ঠে গান গেয়ে
আসছেন।
গান নিয়ে কন্ঠ শিল্পী আজমা সুরাইয়া এর সাথে কথা বললে। তিনি জানান,
ছোট বেলায় প্রতিটি মানুষ স্বপ্ন নিয়ে বড় হয়। তেমন আমি ও বড় হয়েছি আমার
স্বপ্নটা হলো আমি একজন কন্ঠ শিল্পী হবো পড়াশোনার পাশাপাশি আমি গান শিখতাম
আমি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তালিকা ভুক্ত শিল্পী
হিসেবে আছি, দর্শকদের কথা চিন্তা করে আমি গান করার চেষ্টা করি সব সময়।
তাই
দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি আমাকে অনেকে ফোন দিয়ে বলে আপু আপনার এই গান
টা ভালো হইছে ঐ গান টা ভালো হইছে তখন আমি আনন্দিত হই কারন আমার গান দিয়ে
দর্শকদের মন খুশি করতে পেড়েছি, আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের
ভালোবাসা নিয়ে সারাজীবন বেচে থাকতে পারি যেনো। এবং সুন্দর সুন্দর গান
উপহার হিসেবে দিতে পারি যেনো দর্শকদের।
No comments:
Post a Comment