একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-নাজনীন চৌধুরী:
জীবন বিসর্জন করে লালসা ভুলে কবি সাহিত্যিক সত্যের পীঠে পড়েছে চাবুকের আঘাত , জুটেছে কারাবাস তাইতো জন্ম নিয়েছিলো কারার ওই লৌহ কপাট,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জন্ম নিয়েছে ক্ষতে পুজের পরিবর্তে দানা বাঁধা শব্দ কবির ক্ষুরধার লেখনীতে
আওয়াজ তুলতো,
কলম আজ দুরারোগ্য ব্যাধি হীনমন্যতায় জর্জরিত কলমও আজ দুর্নীতির কাছে পরাজিত,
লালসার জিহবা লকলকিয়ে চিনে জোঁকের মতো রক্ত চুষে হয়েছে বেশ নাদুস
পিঠের চামড়াও গন্ডারের চেয়েও মোটাতাজা
মর্দন করে শব্দ শ্রমিকেরা প্রতিবাদ ভুলে,
নতজানু নিউজফিড খবরের কাগজ কারারুদ্ধ
সত্যের হাত দুমড়িয়ে দিয়েছে ত্রাস
প্রতিষ্ঠা পেয়েছে খুন ধর্ষণ রাহাজানি,
ক্ষমতার বলয়ে রুদ্ধ আজ পরিপাটি সমাজ
জাগো শব্দ শ্রমিকেরা এক পতাকায় হোক জড়ো সত্যের বাণীতে জেগে উঠুক আমার আমাদের মাতৃভূমি।।
১৪/ ০৮/২০১৯/ঢাকা থেকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment