একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
পলাশবাড়ী থানার আয়োজনে ২৬ সেপ্টেম্বর সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাসুদুর রহমানের সভাপতিত্বে
সভায়
বক্তব্য রাখেন, ওসি তদন্ত মতিউর রহমান, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের
আইসি কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র
সাহা, সাংগঠনিক সম্পাদক সুবির রায় প্রমুখ।
এসময় থানার অফিসার ইনচার্জ
মাসুদুর রহমান মাসুদ বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে
উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রতিটি পুজা মন্ডবে গুরুত্ব বিবেচনা করে বিশেষ নিরাপত্তায় কাজ করবে পুলিশ।
অধিক গুরুত্বপুর্ন মন্ডব গুলোতে সার্বক্ষণিক ভাবে পুলিশ মোতায়েন থাকবে।
এছাড়াও পুজামন্ডব গুলোতে আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। পূজা
চলাকালীন মন্ডবের আশপাশের এলাকায় পুলিশ বাহিনীর সাদা পোষাকে নজরদারী থাকবে।
আইনশৃঙ্খলা
রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাপিড একশন ব্যাটালিয়ন টহল জোরদার করা হবে।
তিনি আরো বলেন, যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারী বাড়ানো
হবে।প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক মোবাইল টিম দায়িত্ব পালন করবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment