লেখক- নাজনীন চৌধুরী:
অচেনা কষ্ট বাসা বেঁধেছে দেহে
কি কষ্ট বলতে গেলে আরও বাড়ে
অসহায় ভাবনা রাত্রি দিন কুরে কুরে খায়
ভাবনার বহিঃপ্রকাশ নিশ্বাসেই সীমাবদ্ধ
অচেনা ঝড় তছনছ করে তুলে নিতে চায় নোঙর,
কি কষ্ট বলতে গেলে আরও বাড়ে
অসহায় ভাবনা রাত্রি দিন কুরে কুরে খায়
ভাবনার বহিঃপ্রকাশ নিশ্বাসেই সীমাবদ্ধ
অচেনা ঝড় তছনছ করে তুলে নিতে চায় নোঙর,
মাঝ দরিয়ায় তুফান বেসামাল সাধ্য কি আমার শক্ত হাতে মাস্তুল ধরার
ঝড় থামবে সাগর তার চিরায়ত রুপে ফিরবে
হয়তো মাঝি ফিরবে, নয়তো না!!
নাজনীন চৌধুরী /ঢাকা।
তাং/১৬/০৯/২০১৯/
একুশে মিডিয়া/এমএসএ
ঝড় থামবে সাগর তার চিরায়ত রুপে ফিরবে
হয়তো মাঝি ফিরবে, নয়তো না!!
নাজনীন চৌধুরী /ঢাকা।
তাং/১৬/০৯/২০১৯/
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment