একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:>>>
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আব্দুস সাত্তার’র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল’র পক্ষ থেকে ঐ পরিবারটিকে নগদ পাঁচ হাজার টাকা ও শাড়ি দেওয়া হয়।
ওমর ফাউন্ডেশনের পক্ষে নিহত সাত্তার’র স্ত্রী ফাতেমার কাছে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন মোখলেছুর রহমান খান, দেলোয়ার হোসেন খান ও রফিকুল্লাহ চৌধুরী মানিক।
গত ২ সেপ্টেম্বর সোমবার বিলডোরা গ্রামের রেজ্জাক পুলিশের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠলে একই গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র বিদ্যুৎ শ্রমিক আব্দুস সাত্তার (২৫) বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
গত ২ সেপ্টেম্বর সোমবার বিলডোরা গ্রামের রেজ্জাক পুলিশের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠলে একই গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র বিদ্যুৎ শ্রমিক আব্দুস সাত্তার (২৫) বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
নিহত আব্দুস সাত্তার পল্লী বিদ্যুতের কোন কর্মচারী ছিলেন না। সে স্থানীয় ভাবে বিদ্যুতের কাজ করতেন বলে জানান স্থানীয়রা ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment