ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহী রেলগেট থেকে তানোর জিরো পযন্টে হযে আমনুরা পর্যন্ত সডকে বাস চলাচল বন্ধ রযেেছ।
গতকাল বৃহস্পতিবার তানোর থানা মোডরে জিরো পযেেন্ট থেকে ৪ জন যাত্রী নিয়ে এক সিএনজি চালক রাজশাহী রেলগেট এর উদ্দেশে যাওয়ার সময়, তানোর সদরের সাবেক যুবদল নেতা ও বর্তমানে নব্য আওযামী লীগে যোগদান কারী বিভিন্ন মামলার আসামি বাস মাস্টার শরীফ ওই সিএনজি চালককে মারধর করেন এবং সিএনজি থেকে যাত্রী নামিয়ে নেন।
এ ঘটনার জের ধরে সকল সিএনজিওযালা এর প্রতিবাদ করেন। এ সময় বাস মাস্টার শরিফ রায়হান সহ আরো দুই এক জন কথিত ভাডাটে বাস কর্মচারীরা যাদের বাস মাস্টার নামে বলা হয। তারা রাজশাহী থেকে তানোর গামী বা আমনুরা থেকে রাজশাহীগামী বাস ও তানোর বাজার জিরো পযন্টে সহ গোল্লাপাডা বাজারে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ।
পৌরশহরে আমসো মেডিকেল মোডে ডিবি পুলিশ অফিসার পিটানো মামলার একজন প্রধান আসামি বাস মাস্টার আবুল কালাম কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায়ে থানা পুলিশ হেফাজতে নেন।
এ সময বাস চালকরা প্রতিবন্ধকতা তুলে নিবেন বলে জানালে থানা-পুলিশ কালামকে মুচলেকা নিয়ে ছেয়েদেয়। আর এই ঘটনার পর থেকে রাজশাহী তানোর আমনুরা সডকে আজ শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে রাজশাহী তানোর আমনুরা রাস্তায় যে সকল বাস-মিনিবাস চলে তার শতকরা ফিটনেস বিহীন। গাড়ির কাগজপত্র নেই ও অদক্ষ চালকদের দিয়ে রাস্তায় এসব বাস চালানো হয় । আবার বাস বন্ধের সুযোগে একশ্রেণীর অসাধু সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে তিন গুন ভাডা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী রেলগেট থেকে তানোর জিরো পযন্টে হযে আমনুরা পর্যন্ত সডকে বাস চলাচল বন্ধ রযেেছ।
গতকাল বৃহস্পতিবার তানোর থানা মোডরে জিরো পযেেন্ট থেকে ৪ জন যাত্রী নিয়ে এক সিএনজি চালক রাজশাহী রেলগেট এর উদ্দেশে যাওয়ার সময়, তানোর সদরের সাবেক যুবদল নেতা ও বর্তমানে নব্য আওযামী লীগে যোগদান কারী বিভিন্ন মামলার আসামি বাস মাস্টার শরীফ ওই সিএনজি চালককে মারধর করেন এবং সিএনজি থেকে যাত্রী নামিয়ে নেন।
এ ঘটনার জের ধরে সকল সিএনজিওযালা এর প্রতিবাদ করেন। এ সময় বাস মাস্টার শরিফ রায়হান সহ আরো দুই এক জন কথিত ভাডাটে বাস কর্মচারীরা যাদের বাস মাস্টার নামে বলা হয। তারা রাজশাহী থেকে তানোর গামী বা আমনুরা থেকে রাজশাহীগামী বাস ও তানোর বাজার জিরো পযন্টে সহ গোল্লাপাডা বাজারে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ।
পৌরশহরে আমসো মেডিকেল মোডে ডিবি পুলিশ অফিসার পিটানো মামলার একজন প্রধান আসামি বাস মাস্টার আবুল কালাম কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায়ে থানা পুলিশ হেফাজতে নেন।
এ সময বাস চালকরা প্রতিবন্ধকতা তুলে নিবেন বলে জানালে থানা-পুলিশ কালামকে মুচলেকা নিয়ে ছেয়েদেয়। আর এই ঘটনার পর থেকে রাজশাহী তানোর আমনুরা সডকে আজ শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে রাজশাহী তানোর আমনুরা রাস্তায় যে সকল বাস-মিনিবাস চলে তার শতকরা ফিটনেস বিহীন। গাড়ির কাগজপত্র নেই ও অদক্ষ চালকদের দিয়ে রাস্তায় এসব বাস চালানো হয় । আবার বাস বন্ধের সুযোগে একশ্রেণীর অসাধু সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে তিন গুন ভাডা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment