বিক্ষত: নাজনীন চৌধুরী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 7 September 2019

বিক্ষত: নাজনীন চৌধুরী


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক- নাজনীন চৌধুরী:
ক্ষত বিক্ষত রাজপথ মুখরিত জনমানব অসাড় চাহনির ভাষায় জলন্ত আগ্নেয়গিরি আছড়ে পড়া জল কঠিন শিলাও বুক পেতে নেয় ভালবাসা সেও জীবনের অতিথি জলের ধারার মতো ক্ষনস্থায়ী,
নদীর প্রবাহিত দ্বার উন্মোচিত করে কুল ছাপিয়ে মোহনায় পৌঁছে, নাগরিক জীবন বহে কঠিন থেকে কঠিনতর ঘামে ভেজা চাল সেদ্ধ আর পোড়ানো মরিচে পল্লী জীবন আরো অসহনীয় বর্গা চাষীর হিসেবে গড়মিল হলে হালের বলদ চলে যায় জমিদারের খোয়াড়ে,
দাদনের টাকা শোধ না হলে জেলের উনুনে নেমে আসে বর্ষার জল চিনে জোকের মতো আষ্টেপৃষ্ঠে বেধেছে মহাজন ভাটায় ইটের সাথে কয়লার সখ্যতা বেশ এতো কয়লা উধাও হলো মন্ত্রী হিসাব দিলেন ভাবিজান দাঁতের মাজন লাগাইয়া শেষ, 
কোটি কোটি টাকার সোনা ভোল্টেজে থেকে বেরিয়ে এলো তামা ওরে অভাগা বাংলা সবকিছু জেনেও তোর বুকে বিছিয়েছি আঁচল তোর জমিন তলে ঘুমাবো বলে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages