এম.এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার
ডিবির এসআই পরিমল চন্দ্র দাস (পিপিএম)আবারো চট্টগ্রাম রেঞ্জের সেরা এসআই
এর পুরুষ্কার লাভ করেন।
আগষ্ট /১৯ মাসের কুমিল্লা জেলায় বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা, একটি পাইপগান উদ্ধার সহ আলোচিত বন্দুক
যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল নিহত, ৭ মামলার নিষ্পত্তি এবং হত্যা
মামলার রহস্য উদঘাটনে সফল হওয়ায় সামগ্রিক কর্ম মূল্যায়নে পুলিশের মাসিক
কল্যাণ সভায় তাকে সেরা এসআই হিসেবে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন চট্টগ্রাম
রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার)পিপিএম।
এসময় উক্ত সভায়
উপস্থিত ছিলেন অতিঃডিআইজি আবুল ফয়েজ, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল
ইসলাম বিপিএম( বার)পিপিএম সহ রেঞ্জের সকল পুলিশের উর্ধতন কর্মকর্তা গন।
সেরা এসআই এর পুরুষ্কার প্রাপ্তিতে সহকর্মী পুলিশ কুমিল্লা মহোদয় এবং রেঞ্জ
ডিআইজি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ডিবির এসআই পরিমল
চন্দ্র দাস অত্যান্ত চৌকস এক কর্মকর্তা সর্বদা মেধা ও পরিশ্রমের মাধ্যমে
একে একে সকল অভিযান বিচক্ষণতার মধ্যে দিয়ে সমাপ্ত করে ইতিপূর্বে তিনি
কুমিল্লায় আলোচিত হোন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment