ভুল ধারণা তোমার: রিনা রহমান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 September 2019

ভুল ধারণা তোমার: রিনা রহমান


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-রিনা রহমান:
তোমার সাথে যদি কোনোদিন দেখা হয়
সেদিন তুমি আমায় ফিরিয়ে দিবে
এ ধারনা ভুল কি প্রিয়৷
এক আকাশ ভালবাসা দিয়ে কষ্টের নদীতে
যদি কখনো হাবুডুবু খাও
তোমাকে টেনে উঠাবো না
এ তোমার ভুল ধারণা প্রিয়৷
আমি ভালোবাসি না যদি মনে করো
মিথ্যা ছলনা করি তোমার সাথে সবসময়,
তবে তা হবে তোমার ভুল ধারণা৷

আমি ভুলে গেছি যদি মনে করো
তোমায় অনেক বেশী ঘৃণা করি
তবে তা হবে তোমার ভুল ধারণা৷
আমি তোমায় কোন।দিন ও ভুলতে পারবোনা......
যদি তোমার মনে হয় আমি তোমায় ছেড়ে যাবো তবে
তাও তোমার ভুল ধারনা।।।
এ পৃথিবীর সব কিছু ভুলো গেলেও তোমায় ভুলবোনা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages