শফিউর
রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের গফরগাঁও রিপা (২৫) নামে এক
গৃহবধূকে হত্যার চেষ্টা চালায় মাসুদ নামে এক দর্জি । পরে মাসুদ নিজে থানায়
গিয়ে হত্যা চেষ্টার বিষয়টি জানালে পুলিশ ঐ গৃহবধুকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।সেখানে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতারে প্রেরণ করে । ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর দুইটায়
পৌর এলাকার কোর্টভবন সংলগ্ন একটি বাসায়।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কোর্ট ভবন এলাকার মুদি ব্যবসায়ী
তোফাজ্জলের স্ত্রী রিপার সাথে এক দর্জির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে । রিপা
পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখতে না চাইলে আজ মঙ্গলবার দুপুরে বাসায় গিয়ে গলা
কেটে হত্যার চেষ্টা চালায়। রিপার পরিবারে প্রাপ্তি নামের সাত বছর একটি
মেয়ে ও প্রত্যয় নামে (১২) বছর একটি ছেলে রয়েছে। ঘাতক মাসুদ হত্যা চেষ্টা
চালিয়ে থানায় হাজির হয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আহত রিপাকে উদ্ধার
করে হাসপাতাল প্রেরণ করেন।
গফরগাঁও
সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, পরকীয়া সম্পর্ক
থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে । গৃহবধু হত্যা
চেষ্টাকারী মাসুদ আটক রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment