একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
ডুবাই প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা, এ ঘর্টনা ঘটছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোটবাজার পূর্বরত্নাপালং গ্রামে দুবাই প্রবাসী এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।=
দিবাগত বুধবার গভীর রাতে উখিয়ার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ১ দুবাই প্রবাসী রোকেল বড়ুয়ার মা সুখিবালা বড়ুয়া (৬৫), ২ তার স্ত্রী মিলা বড়ুয়া (২৬), ৩ তাদের ছেলে রবিন বড়ুয়া (২) এবং ৪ রোকেলের ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৯)।=
উখিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল মনসুর বলেন, দুবাই প্রবাসী রোকন বড়ুয়ার বাড়িতে আজ বৃহস্পতিবার সকালে কারও সাড়া শব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।তিনি জানান, পুলিশ খবর পেয়ে ভেতর থেকে তালাবদ্ধ ঘরে ডুকে লোকেন বড়ুয়ার মা, স্ত্রী, ও দুই শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে।=
ওসি আরো বলেন, প্রবাসীর ওই বাড়িতে ডাকাতির কোনো আলামত পায়নি পুলিশ। কি কারণে বা কারা এই চারজনকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।=
ওসি আরোও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।=
রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, একতলা ওই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তবে ভেতর থেকে ছাদে ওঠার একটি সিঁড়ি ছিল। হত্যাকাণ্ড ঘটিয়ে ছাদ হয়ে বেরিয়ে যাওয়া সম্ভব।=
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment