চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অমিত চৌধুরীকে মিথ্যা জড়িয়ে আটকের প্রতিবাদের ঝড় উঠছে সামাজিক যোগাযোগম মধ্যমে।
অমি চৌধুরী বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয়া কর্মি এবং মেধাবী ছাত্র তিনি। ছাত্রলীগের রাজনীতি তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করেন রাজনীতিবীদরা। সম্পতিক যুদ্ধাঅপারাধী দেলোয়ার হোসেন সাঈদী’র মামলা’র রায় পরবর্তী সময়ে যে কজন ছাত্রলীগ কর্মী বাঁশখালীতে জামায়াত বিরোধি কর্মকান্ডে সক্রিয় ছিল তাদের অন্যতম অমিত চৌধুরী।
জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ এর প্রার্থীতে বিজয় করতে বাঁশখালীর ইকোপার্ক রোড়স্থ ভোট কেন্দ্রে সাহসী ভূমিকা পালন করেছে সে। সেই অমিত চৌধুরী আজ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামী হয়ে জেল হাজতে বন্দী।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। অবশেষে অমিত চৌধুরী’র মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ।
আমার দেখা সত্যিকার মুজিব আদর্শের একজন সৈনিকের নাম," অমিত চৌধুরী"।
বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ তার পেইসবুক পোষ্ট, অমি একজন শিক্ষিত ছেলে। ছাত্রলীগের রাজনীতি তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। স্রোতের বিপরীতে চলতে গিয়ে তার এই পরিনতি। এটুকু বলে রাখি তার সাথে আমার তেমন সখ্যতা নাই। তবে দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সময়ে যে কজন ছাত্রলীগ কর্মী জামায়াত বিরোধি কর্মকান্ডে সক্রিয় ছিল তাদের অন্যতম অমি। জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচনে ইকোপার্ক রোড় কেন্দ্রে সাহসী ভূমিকা পালন করেছে। আর সেই অমি ষড়যন্ত্রমূলক মামলায় জেলে। আমি তার মামলা চালানোর দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অমি, ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
ফেইসবুক এ পোষ্টা যখনই সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখনই "অমি" সামনে এসে প্রতিবাদ
করেছে। রাজাকার কাদের মোল্লা, সাঈদীর রায়ের প্রতিবাদে জামাতের তান্ডবের বিরুদ্ধ রুখে দাড়িয়েছিল এই অমিরাই। অমিরা কখনো হারিয়ে যেতে পারে না।। ষড়যন্ত্রের জাল ভেদ করে রাজপথে আবার ফিরে আসবি তুই????
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment