মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই।
স্থানীয়রা জানান রবিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে ভেলুমিয়া বাজারের মুদি,ফার্নিচার,সার,জাল,মুরগীর দোকানসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই তবে তার আগেই আগুন ছড়িয়ে পড়ে দোকান গুলোতে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে ব্যবসায়ীদের দোকানে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।
ভোলার ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন কী করে ঘুরে দাড়াবে সে চিন্তায় দিশেহারা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment