রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহে সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শৈলকূপা উপজেলার নাগপাড়া গ্রামে এ সহোদরের মৃত্যুর ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাগপাড়া গ্রামের মৃত নবাব মন্ডলের ছেলে
সহোদর শাহীন মন্ডল (২৫) ও সোহান মন্ডল (৮) একই ঘরে রাতে খাবার পর শুয়েছিল।মধ্যরাতের
কোন এক সময় তাদেরকে বিষধর সাপে দংশন করে। পরবর্তীতে তাদের শৈলকূপা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্খার অবনতি হলে কর্ত্যব্যরত
চিকিৎসক তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এরপর পথের মধ্যে যাবার
সময় সোহান মৃত্যু বরণ করে ও শাহীন হাসপাতালে পৌছানোর পর মারা যায়। সোহান
আনুমানিক রাত ৩টার দিকে ও শাহীন ভোর রাতে মারা যায় বলে জানায় এলাকাবাসী।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment