এবিএস রনি, যশোর প্রতিনিধি:>>>
নীচে ভিডিও আছে.....
যশোরের শার্শার বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক। যশোরের শার্শার বাগআঁচড়া হলপট্রি নামক স্হানে ট্রাকের সাথে ধাক্কা লেগে আজ সকাল ১১ ঘটিকায় রাব্বী (২২) নামে এক যুবক নিহত হয়েছে।রাব্বী বাগআঁচড়া নাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি সুকদেব রায় জানান, রাব্বী মটর সাইকেল যোগে তার ব্যাক্তি গত কাজে নাভারণ মুখি যাচ্ছিল প্রতিমধ্যে সাতক্ষীরা গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০৯৫৮০) ধাক্কা দেয় এতে মটরসাইকেল আরহী পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্বভ হয়নি।
এঘটনায় রাব্বীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
উলেখ্যঃ গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) দুপুর দেড়টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী কুচেমোড়া নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১শিশু নিহত হয়েছে। এসময় যাত্রিবাহী বাসের ১০ যাত্রী আহত হয়েছে।
No comments:
Post a Comment