জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
মাদ্রাসায় আলেম বানানো হয়, জঙ্গী তৈরি হয় সোশ্যাল নেটওয়ার্কে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বৃহস্পতিবার বিকেলে দোহারের মুকসুদপুরে সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ সোশ্যাল মিডিয়া আমাদের জন্য হুমকি হয়ে উঠেছে। আমরা গবেষণা করে দেখেছি এখন সন্ত্রাস জঙ্গীবাদ সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। কোন মাদ্রাসায়, কোন আলেম কোন জঙ্গী শিক্ষা দেয়া হয় না। সেখানে আলেম তৈরি করা হয়।
তিনি আরো বলেন, তোমরা মাদক থেকে দূরে থাকবে। মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দোহার নবাবগঞ্জ আমরা মাদকমুক্ত দেখতে চাই , কোন মাদক ব্যবসায়ীও থাকবে না।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নারী।সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। পদ্মা কলেজের ক্ষেত্রেও যেন একই অবস্থা। আজ এই শিক্ষা, ক্রীড়ার মাধ্যমে তোমরা দোহার তথা সমগ্র পৃথিবীতে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে।
তিনি আরো বলেন, জয়পাড়া কলেজ সরকারি করণে সাংসদ সালমান এফ রহমান ও আমি ইনশাআল্লাহ একসাথে কাজ করবো। দোহার নবাবগঞ্জের উন্নয়নে আমরা একসাথে কাজ করছি। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দূর্বার গতিতে সারা বিশ্বের মাঝে এগিয়ে চলেছি। সেই ধারায় দোহার নবাবগঞ্জ হবে একটি উন্নত সমৃদ্ধ জনপদ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment