একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলের ল্যান্ডফোনের সংযোগ ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।=
মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।=
বিটিসিএল ল্যান্ডফোনে মাসিক ভাড়া ১৮০ টাকা আগেই তুলে দেওয়া হয়েছে ও ১৫০ টাকায় সারা মাস কথার সুযোগ আগেই দেওয়ার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে যারা নতুন সংযোগ গ্রহণ করবেন এবং পুনঃসংযোগ নেবেন তাদেরকে কোনো ফি দিতে হবে না, বিনামূল্যে সংযোগ নিতে পারবেন।=
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু এবং মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে জানিয়ে তিনি বলেন, দোয়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন মডেলের ল্যাপটপ শিগগিরই বাজারে আসবে। শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ বাজারজাত করা হবে।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment