বাঁশখালীতে দুদকের অভিযানে ঘুষের টাকা সহ হাতে-নাতে গ্রেপ্তার ভুমি কর্মকতা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 30 October 2019

বাঁশখালীতে দুদকের অভিযানে ঘুষের টাকা সহ হাতে-নাতে গ্রেপ্তার ভুমি কর্মকতা!


প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>

চট্টগ্রামের বাঁশখালীতে দুদকের অভিযানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘুষের টাকা সহ হাতে-নাতে গ্রেপ্তার করেন।
ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেফতারঃ
বাঁশখালীর কোকদন্ডী ইউপিতে ঘুষের টাকাসহ নুরুল আলম ছিদ্দিকী নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তার কাছ থেকে ঘুষের ১৫ হাজার এবং ড্রয়ারে থাকা আরও ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকাল ৩টায় তাকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর পরিচালক মোঃ মাহমুদ হাসান এর তত্ত্বাবধানে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন এর নেতৃত্বে আজ (৩০/১০/২০১৯) এই ফাঁদ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে বাংলাদেশ দন্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম -১ এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলাধীন গুনাগরীস্থ ইউনিয়ন ভূমি অফিস কোকদন্ডীতে চট্টগ্রাম দুদক পরিচালকের নেতৃত্বে এক দল দুদক অভিযান টিম অভিযানকালে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশ।
অভিযানকালে নগদে ঘুষের টাকা সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেন দুদক।
এসময় সাংবাদিকদের দুদক কর্মকতা জানান অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান পরিচালনা করে ঘুষের টাকা সহ হাতে-নাতে গ্রেপ্তার করেন বাঁশখালী উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকতা নুরুল আলম ছিদ্দিকীকে। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages