একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:>>>
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পাহাড়ি স্বশস্ত্র সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানায় পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে টেকনাফের জাদিমুড়া শালবাগান নছিরউল জামান নামক এলাকায় ঘটনাটি ঘটে।=
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ মনির জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের একটি জায়গায় শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী জকির ও সেলিমের গ্রুপের সদস্যদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে তাদের ধাওয়া করে। এসময় তারা পুলিশকে লক্ষ্যে করে গুলি বর্ষণ করে গহীন পাহাড়ের দিকে ঢুকে পড়ে।=
তিনি আরও বলেন, সোমবার গভীর রাতে ওই ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী জকির ও সেলিমের গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলি ঘটনার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি।=
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ শালবাগান ক্যাম্পের একাধিক রোহিঙ্গা জানান, দিন দুপুরে পাহাড়ি সন্ত্রাসীরা পুলিশকে ভয় দেখানোর জন্য গুলি বর্ষণ করেছে। প্রায় ৩০-৪০ রাউন্ড গুলি ছুড়ে তারা। গত সোমবার রাতেও পাহাড়ি দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের সেলিম নামের এক সন্ত্রাসী মারা যাওয়ার খবর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। তবে এখনো এ বিষয়ে কেউ নিশ্চিত নয়। এতে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা খুব ভয়ের মধ্যে রয়েছে।=
টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দুল আমিন বলেন, ক্যাম্পের গোলাগুলি ঘটনা নতুন নয়। প্রায় সময় সেখানে দিন-রাতে গুলি বর্ষণের ঘটনা ঘটে থাকে। এই ক্যাম্পটি পাহাড়ি এলাকায় হওয়ায় কিছু পাহাড়ি স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আজ রাতে গোলাগুলি ঘটনায় একজন মারা যাওয়ার খবরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি।=
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, গোলাগুলি খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।=
ক্যাম্প ও আশপাশ এলাকায় কাউকে কোনো ধরনের অপরাধে জড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সন্ত্রাসী গ্রুপসহ অন্যান্য যেসব অপরাধ চক্র সক্রিয় রয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। কয়েকজনকে বিভিন্ন সময় গ্রেফতারও করা হয়েছে। অন্যরা শিগগিরই ধরা পড়বে।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment