একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ী বহদ্দারহাট জেলেপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলছিল। সংবাদকর্মী এই গোপন সংবাদটি বাঁশখালী থানায় জানালে মঙ্গলবার (০১ অক্টোবর ১৯) রাত ৮.৩০ মিনিটের সময় বাঁশখালী থানা পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে এস আই রমজান ও হারুন সহ সঙ্গীয় সোর্সের সহযোগিতায় পুঁইছড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড় বহদ্দারহাট জেলেপাড়া এলাকা থেকে মাদক কারবারি শাখাওয়াত আলম টিপু কে মদ সহ হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা সূত্রে জানা যায়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি শাখাওয়াত আলম টিপু (২৫) বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের সরলীয়া ঘোনার আবদুল গণীর ছেলে।
স্থানীয় সচেতন মহল ও প্রত্যক্ষদর্শীরা জানান গ্রেপ্তার হওয়া মাদক কারবারি শাখাওয়াত আলম টিপুর সাথে বিভিন্ন লোকজন আসা যাওয়া করে। সন্ধ্যা হলেই মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যায়। তার সাথে অনেকে জড়িত আছে।
তার বাবাও এই কারবারে জড়িত।
গ্রেপ্তারকৃত শাখাওয়াত আলম টিপু কে রিমান্ডে নিলে আরো জড়িত গডফাদাররা বেরিয়ে আসবে। গ্রেপ্তারকৃত শাখাওয়াত আলম টিপু সাংবাদকর্মীর কাছেও স্বীকার করে যে তার পাড়ার প্রায় ঘর এই ব্যবসায় জড়িত আছে।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান ঐ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মদ সহ মাদক কারবারি শাখাওয়াত আলম টিপু কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দেশীয় চোলাই মদও পাওয়া যায়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment