মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতদের ট্রলারে থাকা ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ১৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ এতিমখানার এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র কোষ্টগার্ড, পুলিশ ও মৎস অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা বলেন, প্রশাসনের অভিযান চলমান থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment