হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন সম্পদের ঝুঁকি হ্রাস করি। এই শ্লোগানে- আজ ১৩ই অক্টোবর রোজ রবিবার দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায়ও সারা দেশের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষ্যে এক র্যলি ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এর আগে একযোগে সারা দেশের ন্যায় ডিজিটাল পদ্ধতিতে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা বহুমখী ঘূর্ণিঝড় অাশ্রয়কেন্দ্র" ভিডিও কনফারেন্স এর মাধ্যমে "শুভ উদ্বোধন" করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. খালেদা খাতুন রেখা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ'লীগ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি জনাব মো. জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র ও বোরহানউদ্দিন আলিম মাদ্রাসার সভাপতি জনাব রফিকুল ইসলাম, দৌলতখান পৌরসভার মেয়র, বোরহানউদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment