একুশে মিডিয়া, স্টাফ রিপোর্টার:>>>
দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া আলী হোসেন মেম্বারের বাড়িতে সাদক রজ্জব আলী দেওয়ানের স্বরনে প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার রাতে বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সকর ভক্ত ও আশেকানদের জন্য গুরু, শিষ্য পালা গানের আয়োজন করা হয়। সাদক রজ্জব আলী দেওয়ানের শিষ্য আলী হোসেন দেওয়ান ও পরশ আলী দেওয়ানের শিষ্য সাগর দেওয়ান শিষ্যর ভুমিকা নিয়ে পালা গান গেয়ে অতিথিদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের উপস্থিত সকল অতিথিদের মাঝে তোবারক বন্টনের মাধ্য দিয়ে পালন করেন আলী হোসেন মেম্বার বার্ষিকী ওরশ শরীফ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment