বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নুরুল আবছার ও সম্পাদক তোফাইল - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 6 October 2019

বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নুরুল আবছার ও সম্পাদক তোফাইল


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির নির্বাচন রবিবার (৬ অক্টোবর) দুপুরে আদালত ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এডভোকেট নুরুল আবছার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে এডভোকেট রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. দিদারুল আলম, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ নাছের, দপ্তর সম্পাদক পদে নাজমুল আলম চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মো. সাইফুদ্দীন। 
নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট সোলতান এ. ছবুর চৌধুরী। তিনি পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট আবু রফি মো. তকছিমুল গণি চৌধুরী (ইমন) পেয়েছেন ৯ ভোট, এডভোকেট অসীমা দেবী পেয়েছেন ৫ ভোট, এডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস পেয়েছেন ২ ভোট। 
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট শেখ রিদুয়ানুল হক চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট আমিনুল ইসলাম ও এডভোকেট ভূবন মোহন ধর। নির্বাচন পরবর্তী আইনজীবী সমিতির কার্যালয়ে বিজয়ী প্রার্থীরা এক প্রতিক্রিয়ায় সংগঠনের উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেছেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages