মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর):>>>
“সবার আগে দৃষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ব্রাক ভিশন সেন্টারের সহযোগীতায় ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম (তপন) এর সভাপতিত্বে আলোচনা সভায় ব্রাক ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ব্রাক ম্যানেজার নবাবগঞ্জ (ক্ষুদ্র ঋণ কর্মসূচী) মোঃ আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা ব্রাক ভিশন সেন্টারের কর্মসূচী সংগঠক মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment