একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স¥রণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বেলে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবি জানান তারা।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিপা বলেন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলনের ঘোষণা দিয়েছে। আমরা একাত্মতা প্রকাশ করে এখানে দাঁড়িয়েছি। আমরা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা মা-বাবার বুক খালি হওয়ার রাজনীতি চাই না। এর আগে ফাহাদ ছাড়াও আরো অনেকের সঙ্গে এমন ঘটেছে। আমরা এমন রাজনীতি চাই না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment