মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার উপজেলায় গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র উদ্যেগে গিফ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুড নেইবারস বাংলাদেশ’র ড্রিম স্কুল সেন্টার প্রাঙ্গণে ১’শ জন শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। প্রত্যেক শিশুকে ১টি ওয়াটার পট, ৫’শ গ্রাম গুড়ো দুধ, ১টি টুথব্রাশ ও ২’শ মি.লি. সরিষার তেল উপহার হিসেবে দেওয়া হয়। সর্বমোট ১১৫১ জন শিশুকে পর্যায়ক্রমে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিপুল রেমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন-২ এর মহিলা মেম্বার হেলেনা বেগম।
আরও উপস্থিত ছিলেন, গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র সহকারী প্রজেক্ট ম্যানেজার শান্ত চিরান, হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ, সিনিয়র এজুকেশন ও প্রটেকশন অফিসার সম্রাট কস্তা, প্রোগাম অফিসার নাইমুর রহমান শোভন, কো-অপারেটিভ সভাপতি জাহানারা বেগম, প্রতিবেশী যুব সংঘের সভাপতি মোক্তার খানসহ উপস্থিত শিশুদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র কর্মকর্তারা বলেন, ‘বিশুদ্ধ পানি পান ও দুধের পুষ্টিগুণ সম্পর্কে শিশুদের জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। শিশুদের সচেতন করার লক্ষ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment