পলাশবাড়ীতে অটোভ্যান চালকের গলায় ছুরি মেরে ছিনতাইয়ের চেষ্টা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 22 October 2019

পলাশবাড়ীতে অটোভ্যান চালকের গলায় ছুরি মেরে ছিনতাইয়ের চেষ্টা!


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুহুল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় মোত্তালেব নগর কৃষি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর রুহুল ব্যাটারিচালিত অটোভ্যান চালাত বলে জানান তার বাবা শফিকুর।
স্থানীয়রা জানান, বিকালে তিন যুবক পরিকল্পিতভাবে রুহুলের অটোভ্যানটি ভাড়া করে। এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাতে পলাশবাড়ী উপজেলার মেরীরহাট-আন্দুয়া সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় মমতাজের পুকুরপাড়ে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলা কেটে রিকশাভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। পথচারীরা টের পেলে তারা পালিয়ে যায়। পরে রুহুল আমিনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তয়ন কুমার ঘটনাটি  জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages