একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক: রিনা রহমনা:
একটু ভালবাসা দাও
আমি সব গ্লানি মুছে দিয়ে
তোমার জীবন হাসি আনন্দে
ভরিয়ে দিব।
একটু ভালবাসা দাও
তোমার কান্নাকে সুখের জোয়ারে
। । । । । ভাসাবো।
পৃথিবীর সব ভালবাসা তোমার
চরনে এনে দিব।
একটু ভালবাসা দাও
উচু নিচু ভেদাভেদ
সমতায় বদলাবো।
একটু ভালবাসা দাও
প্রেম প্রীতি বন্ধনে তোমায়
বেধে রাখবো
একটু ভালবাসা দাও
।।। ভালবেসে তোমায়
। ।।।।।। বৈরী হবো।
তোমার জীবন হাসি আনন্দে
ভরিয়ে দিব।
একটু ভালবাসা দাও
তোমার কান্নাকে সুখের জোয়ারে
। । । । । ভাসাবো।
পৃথিবীর সব ভালবাসা তোমার
চরনে এনে দিব।
একটু ভালবাসা দাও
উচু নিচু ভেদাভেদ
সমতায় বদলাবো।
একটু ভালবাসা দাও
প্রেম প্রীতি বন্ধনে তোমায়
বেধে রাখবো
একটু ভালবাসা দাও
।।। ভালবেসে তোমায়
। ।।।।।। বৈরী হবো।
বরষার বারিধারার মতো
।।।। ।।।।। বর্ষিত হবো।
একটু ভালবাসা দাও
।। ।। শীতার্ত রাত্রিতে দাড়িয়ে
।।। ।।।। তোমার প্রহর গুনবো।
একটু ভালবাসা দাও
তোমাকে তাজমহলের
। শ্বেত পাথর উপহার দিব।
একটু ভালবাসা দাও
ভালো বেসে তোমায়
বৈরী হবো
একটু ভালোবাসা দাও
এই একটু ভালবাসার স্মৃতি নিয়ে
তোমার জন্য আমি
সারাজীবন অপেক্ষা করবো।
।।।। ।।।।। বর্ষিত হবো।
একটু ভালবাসা দাও
।। ।। শীতার্ত রাত্রিতে দাড়িয়ে
।।। ।।।। তোমার প্রহর গুনবো।
একটু ভালবাসা দাও
তোমাকে তাজমহলের
। শ্বেত পাথর উপহার দিব।
একটু ভালবাসা দাও
ভালো বেসে তোমায়
বৈরী হবো
একটু ভালোবাসা দাও
এই একটু ভালবাসার স্মৃতি নিয়ে
তোমার জন্য আমি
সারাজীবন অপেক্ষা করবো।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment