ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শরৎ উৎসব পালন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 2 October 2019

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শরৎ উৎসব পালন


রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোরের আকাশে শুভ্র শরৎ শিরোনামে গান কবিতা ও নাচের  মধ্যদিয়ে শরৎ উৎসব পালন করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠানের মুল একাডেমিক ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“শরৎ এসেছে আজ সবুজ এ অংগনে, এসেছে বর্ষা শেষে, শিশির জলের নরোম স্বচ্ছ বিন্দুতে” এই শ্লোগান কে সামনে নিয়ে কৃষি ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা নানা সাজে নানা ভঙ্গিতে গান-কবিতা ও নাচের অনুষ্ঠানে অংশগ্রহন করে। ঝিনাইদহ শিক্ষা প্রতিষ্ঠানে এটা একটি ব্যতিক্রমধর্মী সাড়া জাগানো অনুষ্ঠান বলে মনে করেছেন দর্শনার্থী ও শিক্ষার্থীরা।
মনমুগ্ধকর দেশীয় নাচ, কবিতা এবং শরতের গানে দর্শকদের মাতিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন ইনিস্টিটিউটের অধ্যক্ষ রিফাতুল হোসাইন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. জিএম আব্দুর রউফ, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ অমলেন্দু ঘোষ, প্রতিষ্ঠিানের উপাধ্যক্ষ মনোজিত কুমার, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages