এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার পৌরভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. মিজানুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের উপ-প্রকল্প পরিচালক মো. মঞ্জুর আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ সহ-সভাপতি মো. মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, সিনিয়র সহকারী প্রকৌশলী সোনিয়া নওরিন, নগর পরিকল্পনাবিদ জোবাইদা পারভীন, স্থপতি তিন্নি রহমান, সোস্যাল অফিসার হাসিবুন্নাহার, অধ্যাপক আবুল কালাম মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল মমিন, সাংবাদিক আব্দুল জলিল রিপন, কাউন্সিলর মো. নজরুল ইসলাম কামাল, মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. সাইফুল ইসলাম শাহিন।
এসময় অন্যান্যের মধ্যে পৌর প্রকৌশলী মো. আব্দুল আলীম, পৌরসচিব মো. হারুনুর রশিদসহ পৌর কাউন্সিলর মো. ইউনুস মিয়া, আব্দুল হালিম, কাজী বাবুল, মো. মফিজুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment