একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি ছাত্র সংগঠন। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করে দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। মহাসড়ক অবরোধের আগে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে একই দাবিতে বিকেল পাঁচটায় রাবি ও রুয়েটের প্রধান ফটকে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
দুপুর ২টার পর রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে চলে যেতে বললে শিক্ষার্থীরা বলেন, ‘আধা ঘণ্টা অবস্থান করে চলে যাবো।’
মতিহার থানার ওসি হাফিজুর রহমানও তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। কিন্তু তারা রাস্তাতেই অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকেন।
এতে অংশ নেয় রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। পরে সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
এদিকে বিকেল পাঁচটায় রাবির প্রধান ফটকের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে মঙ্গলবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলের করার ঘোষণা দেয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment