মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করেছে। অভিযানে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার নেতৃত্বে উপজেলার নারিশা পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে। আটককৃতদের সাথে থাকা ৮০ হাজার মিটার কারেন্টজাল ও ৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে পুলিশ।
জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত দুই জেলেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা প্রিয়াংকা সাহা, কোষ্টগার্ড, পুলিশ সদস্যরা ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment