হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:>>>
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে পুরো ইউনিয়নে ৷ প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন পথ ঘাট ,বাজার ও রাস্তার দু'পাশ ৷ চলছে শেষ মূহুর্তের প্রচার প্রচারনা ৷
আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ছাত্রলীগের বার্ষিক সম্মলনে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি উপস্থিত থেকে পূর্ণ কমিটি ঘোষনা করার কথা রয়েছে ৷
এবারের কমিটিতে সভাপতি পদ প্রার্থী রয়েছেন, শান্তানুর রহমান শিহাব মৃর্ধা এবং সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে রয়েছেন, তানজিল ইসলাম রিপন মৃর্ধা ৷
এছাড়া অন্যান্য পদের জন্য রয়েছে একাধিক প্রার্থী ৷ এবারের ছাত্রলীগের সম্মেলন সফল করতে স্ব-স্ব প্রর্থীরা শেষ মূহুর্তে মিছিল মিটিং ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৷
নতুন কমিটি ঘোষনা ও ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ইতিমধ্যে শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি ৷ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে করা হয়েছে সম্মেলন স্থল ৷ পাশাপাশি আগামীকালের বার্ষিক সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ৷
উল্লেখ্য, কয়েক মাস আগে পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়েছে ৷ পরে নতুন কমিটি ঘোষনার লক্ষে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ৷
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment