একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেযে তিনি ডিবি পুলিশকে অভিযানে পাঠান। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরে অভিযান চালিয়ে চোরাই ১৫০ সিসি এপাসি মোটরসাইকেল সহ মাছুম ও সাগর নামে দু’জনকে গ্রেফতার করে। মাছুম সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও সাগর লক্ষীপুর গ্রামের সামছুল শেখের ছেলে।
অপরদিকে কোটচাঁদপুরে বাসে কার্টুনে ভর্তি করে ফেনসিডিল আনার সময় বাস তল্লাশী করে ৭২ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সবুজ মন্ডল। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হোসেন মন্ডলের ছেলে।
উল্লেখ্য, উদ্ধার হওয়া ১৫০ সিসি এপাসি মোটরসাইকেলটি গত ১৪-০৫-২০১৯ ইং তারিখে ভুটিয়ারগাতি গ্রামের জনৈক আসাদুজ্জামানের চুরি হওয়া মোটরসাইকেল বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment