মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগী আছে, ডাক্তার নেই । তবে, ডাক্তার থেকেও না থাকার মতো। সরকারী নিয়মনীতি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপস্থিত থাকার কথা থাকলেও তারা প্রতিদিনই সকাল ১০ টা বা ১১ টায় আসেন এবং দুপুর ২ টার আগেই ১ টা বাজলেই চলে যান। এভাবেই কাটিয়ে দেয় বছরের পর বছর।
এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেই কোন ধরনের ব্যবস্থা। এবং এসব বিষয় গুলো সম্পর্কে সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়িত তার কাছে অভিযোগ করলেও তিনি নেননি কোন ব্যবস্থা।
রোববার সকাল ৯:৫৪ মিনিটি। হাসপাতালে ডুকেই দেখা যায় হাসপাতালের আসল চিত্র। মনে হলো এ যেন সরকারী হাসপাতাল নয় , সরকারী অন্য কোন দফতর। অন্যনান্য সরকারী দফতরে যেমন সকাল ১০ টা থেকে ডিউটি করেন কর্মকর্তারা, তেমনি হাসপাতালের ডাক্তারদেরও দেখা যায় এমন চিত্র। ৯:৫৪ মিনিট হলেও নেই ৩ টি কক্ষের ডাক্তার।
ডাক্তারদের অপেক্ষায় প্রতিটি রুমের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেক রোগী । এমনকি অনেকেই সকাল ৯ টা থেকে দাড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পরেছে সেবা নিতে আসা রোগীরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment